জীবনের চিরসত্য আজ
জীবনের দ্বারে এসেই করে আঘাত
আমি বিচলিত, তবু পারি না
করতে তার প্রতিবাদ ।
অস্তমিত সূর্যের মত জীবন যেন বিবর্ণ
উদ্যম; উজ্জ্বলতা এ সব আজ
সন্ধ্যার দিগন্তে ছুটে গেছে
হয়তো আর কোনদিন ফিরবে না সে ।
এক সময় বিচিত্র পৃথিবীর
বৈচিত্র্য সৌন্দর্য পড়তো না চোখে
আজ সে হাতছানি দেয়
আমাকে বাঁধতে চায় তার কুহকের মায়ায় ।
কি করবো আমি ?
প্রশ্ন রাখি নিজেরই কাছে
কোন সদুত্তর নেই
আছে শুধু অতৃপ্তি; স্বপ্নপোড়ার গন্ধ ।
এইক্ষণে এসে শুধু এই মনে হয়
যদি পেতাম আমি আর একটু সময়
জীবনের সমস্ত ভুলগুলোকে
সত্য ও সুন্দরের তরে দিতাম বিসর্জন ।
বিচিত্র পৃথিবীর বৈচিত্র্য সুন্দরগুলো
হাতের মুঠোয়
নিজের বলেই করে নিতাম অর্জন ।
সময় দ্রুত যায়; চিরসত্য আজ
ঢেকে দেয় আমার নয়ন
আমি আমাকে সমর্পণ করি
চিরসত্যের করতে জয়গান ।
চিরসত্য বাণী আজ সত্য হলো
হয়ে গেলেম আমিই অতীত
যে পথে হলেম অতীত
সে পথে তোমারও হবে প্রস্থান ।
রচনাকাল- ১৭/০৪/২০০৭