তোমার সুখের পায়রা আজ
উড়ছে আকাশ পানে
আমার সুখটা উড়ে গেছে
তোমার সুখের বানে  ।

আমার চোখে জলের ধারা
ঝরছে অঝোর ধারায়
তোমার জীবন সতেজ এখন
আমার জীবন খরায়  ।

তোমার বুকে অন্যের বাস
আমার বুকে তুমি
তুমি এখন সবুজ মাঠ
আমি মরুভূমি  ।

তুমি এখন মহাসুখী
অট্টালিকা প'রে
আমার জীবন চলছে এখন
রোদ-বৃষ্টি-ঝড়ে  ।

তোমার মুখে সুখের হাসি
আমার চোখে জল
আমি দিয়েছি ভালবাসা
তুমি দিয়েছো ছল  ।


রচনাকাল- ০৪/০৭/২০০৬
প্রকাশকাল- ১৭/০৭/২০০৬ ( দৈনিক মানবজমিন )