তাঁর হৃদয় জুড়ে
একটি নতুন সকালের স্বপ্ন
স্বপ্ন নতুন দিনের,
একটি নতুন পতাকার স্বপ্ন
স্বপ্ন নতুন মানচিত্রের ।
অথচ, সহজ ছিল না বাস্তবায়ন ।
তবুও তিনি সাহস করলেন
সাহস জোগালেন সাতকোটি প্রাণে ।
তাঁর সাহসী অমৃতবাণী
ধ্বনিত হলো বাংলার আকাশে-বাতাসে ।
ক্ষণে ক্ষণে বদলে গেল সব,
জেগে উঠলো সাতকোটি প্রাণ ।
জাগ্রত প্রাণগুলো স্বপ্নদ্রষ্টার আহবানে
একটি সোনালি সকালের প্রত্যাশায়
মিলিত হলো একই পতাকা তলে ।
শুরু হলো আন্দোলন ।
পথে-ঘাটে-মাঠে, গ্রাম-গঞ্জ-শহরে
বাংলার প্রতিটি প্রান্তরে
একই সুর, একই শ্লোগান
তাঁর সেই সংগ্রামী শ্লোগান ।
এবারের সংগ্রাম....................
তারপর কত ভয়; কত আতঙ্ক
কত জুলুম; কত নির্যাতন
কত রক্ত; কত মৃত্যু
জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ
আরো কত কি !
অবশেষে তাঁর ( যাঁর চোখ জুড়ে ছিল
বাংলার মানুষের মুক্তি; অনাহারীর মুখের হাসি;
লাঞ্চিত-বঞ্চিতের অধিকার ) স্বপ্ন হলো পূরণ ।
তিনি আর কেউ নন,
তিনি আমার-আমাদের বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ।