মন জানে, মন জানে তুমি আসবে ।
যত আছে সব শত জঞ্জাল
অনিয়ম আর তার কঙ্কাল
পিছনে ফেলে সব কোন একদিন
মন জানে তুমি আসবে ।
আসবে তুমি, ভোরের স্নিগ্ধ বায়ুতে চড়ে
বিহঙ্গের মতো পাখনায় উড়ে
স্বর্গ কন্যার রূপটি ধরে
আসবে তুমি আসবে ।
যত আছে সব কলঙ্ক রেখা
লোভ-লালসার ছবি আঁকা
পিছনে ফেলে সব দুঃখ-ব্যথা
মন জানে তুমি আসবে ।
আসবে তুমি, সূর্যালোকে পতাকা মেলে
রঙধনুর সব মাধুরী ঢেলে
বিজয় নিশান উড়িয়ে হাতে
আসবে তুমি আসবে ।
যত আছে সব ভয়-বেদনা
না পাওয়ার শত যাতনা
পিছনে ফেলে সব লেনাদেনা
মন জানে তুমি আসবে ।
আসবে তুমি, কিশোরীর পায়ের নূপুর হয়ে
কৃষকের মনে সুখ ছড়িয়ে
স্বপ্ন আশার বসন প'রে
আসবে তুমি আসবে ।
যত আছে সব হানাহানি
মান-অভিমান টানাটানি
পিছনে ফেলে সব গ্লানি
মন জানে তুমি আসবে ।
আসবে তুমি, কিশোরের হাতে ঘুড়ি হয়ে
গাঁয়ের বধুর মন রাঙিয়ে
হাসি-খুশির পথটি ধরে
আসবে তুমি আসবে ।
যত আছে সব নষ্ট খেলা
হাজার মনে কষ্টের মেলা
পিছনে ফেলে সব স্বার্থের খেলা
মন জানে তুমি আসবে ।
আসবে তুমি, কবির প্রিয় কবিতা হয়ে
শ্রমিক-মজুরের স্বপ্ন নিয়ে
স্বর্গ সুখের বার্তা লয়ে
আসবে তুমি আসবে ।
যত আছে সব ঝড়-ঝামেলা
স্বপ্ন ভাঙার যত খেলা
পিছনে ফেলে সকল হেলা
মন জানে তুমি আসবে ।
আসবে তুমি, শরৎ রাতের আকাশ হয়ে
মায়ের স্নেহের আঁচল ছুঁয়ে
সকল অন্যায় ঠেলে দূরে
আসবে তুমি আসবে ।
মন জানে, সুদিন তুমি আসবেই ।