সুপ্রিয় কবি বন্ধুরা, আমি মোঃ মোজাহিদুল ইসলাম বাংলা কবিতা আসরের নতুন কবি । এ আসরে নতুন হলেও একেবারে নতুন নই । যাই হোক আমার পরিচয় দেওয়ার জন্য আলোচনা সভায় আসিনি । এসেছি লেখা আহবান করতে । আমি 'জলপরী' নামীয় একটি সাহিত্য কাগজ ও ' সুখপাখি' নামীয় একটি সৃজনশীল কবিতাপত্র সম্পাদনা করি । আপনারা ইচ্ছে করলে আমার ঠিকানায় সাহিত্য বিষয়ক যে কোন লেখা ( গল্প,কবিতা, ছড়া, প্রবন্ধ,অনুবাদ, নাটিকা) পাঠাতে পারেন । লেখা পাঠালে পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর উল্লেখসহ পাঠাবেন । কারণ, লেখা প্রকাশ হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লেখকের ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হয় ।
ইচ্ছে করলে ই-মেইলেও পাঠাতে পারেন ।
লেখা পাঠানোর ঠিকানা-
মোঃ মোজাহিদুল ইসলাম
সম্পাদক, জলপরী
বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ-৬৭৭০।
Email- sukhpakhi83@gmail.com