বাংলা কবিদের ৫০ জন 
কবির ৫ টা করে কবিতা নিয়ে ২০১৭ সালে 
কলকাতা বইমেলাতে 
যৌথ উদ্যেগে একটি কাব্যগ্রন্থ প্রকাশ 
করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এই উপলক্ষে 
আসরের সকল কবিদের মধ্য থেকে কবিতা 
আহ্বান করা হচ্ছে। 
বিস্তারিত 
১। কবিতা কবির পছন্দ ভিত্তিক হলেই হবে । 
২।আসরের কবির কাছ থেকে ৫টা করে 
কবিতা নেওয়া হবে। কবিতা গুলি অবশ্যই ৩৬
লাইনের মধ্যে হতে হবে।
৩। এক জন কবি ১০টা করে কবিতা জমা দিতে 
পারবে।এবং কবিতা গুলোতে বানানে যতটুকু 
সম্ভব শুদ্ধতা থাকতে হবে। কবি পরিচিতি জন্য
কবির নাম, 
কবির পিতা-মাতার নাম ও ঠিকানা এবং কবির 
শিক্ষা,কর্ম জীবন সংক্ষেপে লিখে পাঠাতে হবে। কবির এক কপি কালার ফোট লাগবে . 
৪। কবিতায় অশ্লীল শব্দ প্রয়োগ যেন না 
থাকে। 
৫। কবিতা গুলি অবশ্যই কবির স্বরচিত 
হতে হবে। 
৬। 
পত্রিকা বা বইয়ে প্রকাশিত হয়েছে এমন কবিতা 
হলে গ্রহণ যোগ্য হবে না। 
৭। প্রথম ৫০ জন কবির কবিতা নেয়া হবে 
মাত্র।আজকেই কবিতা পাঠাতে মেল করুন:- 
milanbangakobitasangha@gmail.com
৮। কবিতা জমা দেওয়ার শেষ তারিখ আগামী 
31/07/2016 তারিখ পর্যন্ত । 
৯। বই প্রকাশের যাবতীয় খরচ খরচা সব যৌথ 
ভাবে বহন করা হবে। সেই ক্ষেত্রে 
কবিদের কাছে অনুরোধ থাকবে, যে সকল কবিরা
কবিতা জমা দেবেন অন্তত ১০০০ টাকা করে 
দিয়ে সাহায্য করবেন। 
বিক্রিত বই এর উপর অর্থ উপার্জিত হলে সেই 
টাকা 
দিয়ে আগামী বছর আবার নতুন বই প্রকাশ করা 
হবে। 
১০। কবির সেরা ৫টা কবিতা সহ আরো ৫টা 
কবিতা পাঠাতে পারবে। 
সেরা ৫টা কবিতার হেড লাইলে ★দিয়ে দিতে 
কবিকে অনুরোধ করা হচ্ছে। 
পরবর্তীতে নতুন আপডেট থাকলে তা 
কবিদের 
জানিয়ে দেওয়া হবে। বই টা যাতে সুন্দর ভাবে 
প্রকাশিত হয় তার জন্য  সব কবিদের 
আন্তরিকতা 
কামনা করছি। 
**************************
মিলন বঙ্গ কবিতা সংঘ থেকে
"নবদিগন্ত" বইটি দেজ পাবলিশিং  (কমলিনী)বিভাগ স্টল নং (২১০, ৪৩৫) ২৯শে জানুয়ারি থেকে সংগ্রহ করা  যাবে।
অনলাই অডার করার জন্যে মেল অথবা টেলিফোন করে জানাতে হবে দেজ পাবলিশিং কে।
লিঙ্কটা ক্লিক করে যোগাযোগ দেখে নেবেন ।
মিলন বঙ্গ কবিতা সংঘ এর পক্ষ থেকে বাংলা কবিতা ডোট কমকে
অসংখ্য ধন্যবাদ .........!!!
https://m.facebook.com/profile.php#!/photo.php?fbid=286417145107454&id=100012175111996&set=a.286417231774112.1073741829.100012175111996&source=48&refid=17&_ft_=top_level_post_id.286416975107471%3Atl_objid.286416975107471%3Athrowback_story_fbid.286416975107471%3Athid.100012175111996%3A306061129499414%3A2%3A0%3A1485935999%3A-2717279902144279192&__tn__=E