কেউ যদি প্রশ্ন করে কবিতা কেনো লিখি ? কী উত্তর দেবো তা নিজেও জানি না।
তাই কবিতা লেখার আনন্দ কত খানি তা আকারইঙ্গিতে বুঝাতে ও পারব না, যারা কবিতা লেখে তারাই একমাত্র জানে। কবিতাকে ভালোবাসা যায় মনের আনন্দে মনের দুঃখে । কবিতা কথা বলে--- নাবলা কথাগুলো ।
জানা-অজান শব্দগুলো মিশে গিয়ে লাইনের পর লাই হয়ে মনের ভাব প্রকাশ করে---- কেমন যেনো কবিতা হয়ে যায়। প্রতিদিন নানান দৃশ্য দেখে মনের গভীরে কতশত কবিতার জন্ম হয় । আবার নাদেখা দৃশ্যও কল্পনার দৃষ্টিতে মনের গভীরে ভেসে ওঠে---সেও এক কবিতা। কবিতাকে রূপ কথায় মোড়া যায়। কবিতাকে সুন্দর জিনিষের সাথে তুলনাও করা যায়। অল্প কথায় অনেক কথা বলতে গেলে কবিতা লিখি । ভালোবাসাকে প্রকাশ করার জন্যে কবিতা লিখি, কবিতার মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদও করি।
কবিতা, গান
আমার প্রাণ ।
স্বপ্ন আমার সাথী,
কল্পনা ঈশ্বরের দান।
সুখেন্দু মাইতি