তোমাকে বলে দেব আজ মনের সব কথা,
কী ছিল গোপনতা!
ভেবে ছিলাম বলব না যদি তুমি সন্দেহ কর,
ভুল বুঝতে না পার।
তোমার আগে দিয়ে ছিলাম যাকে মন,
ভাবিনি মনটা নিয়ে করবে খেলা ভাসিয়ে দেবে জীবন।
সে এসে ছিল এক ফাল্গুনের মেলায়,
খোলা মেলা প্রকৃতির হাওয়ায়।
ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা পরী,
মাথায় বেল ফুল কানে দুল দুই হাতে লাল চুড়ি।
চোখ দুটো কালো কাজল পরা ছিল,
ঠোঁট দুটো লাল কী ভালো লাগছিল।
সেই দেখাতে প্রেম হয়ে যাবে ভাবিনি,
প্রথম দেখা আগে তো কখনো দেখিনি।
----------------------