হরি হরি মনে করি যদি পার করে দাও মোরে।
হরি তোমার পূজা দেবো গ্রাম জড়ো করে।।
মনের ইচ্ছা মনেই থাকে দাও না বাহির করে।
সবার মাঝে নাও না আমায় ডেকে আপন করে।।
কত দুঃখ সয়ে আছি কত কষ্টে গেলাম মরে।
হরি এবার দয়া কর চোখ জলে আছে ভোরে।।
আমি দীন ভিখারি আমার ঘরে নেইকো তেমন ধন।
কেবল ডাকছি তোমায় হরি বলে শুধু দিয়া মন।।