আমার দেশ আমার গর্ব সকল দেশের সেরা,
সেই দেশেতে আমার জন্ম আলোর ঝর্ণা ধারা।
যেই দেশেতে মাটি সোনা সোনা মাটির হার,
এই দেশের মাটিতে জন্ম নেবো মাগো আবার।
পূর্ব আকাশে সূর্য ওঠে রাতে চাঁদের আলো,
দিনের বেলায় রোদ্দূর রাতটা আরো ভালো।
পাখির ডাকে ঘুম ভাঙে পাখির ডাকে জাগে,
পাখির ডাকে সকাল হয় পাখি ডাকে আগে।
যেই দেশেতে কৃষক বন্ধু সারা বেলা মাঠে,
নিজের জমিতে খুশি হয়ে পাকা ধান কাটে।
দুই বেলা পেট ভরে খায় তাতেই যত সুখ,
সুখের জন্য ভায়ে ভায়ে ভাব নাইকো দুঃখ।
ঘরে প্রদীপের আলো দূর করে দেয় আঁধার
মিলে মিশে থাকে সবাই সৃষ্টি নেই বাঁধার।
চাঁদ যেখানে উঁকি মারে কুটীর ঘরের কনে,
স্বপ্ন গুলো সত্যি হয়ে যায় দরীদ্রদের মনে।
যেই দেশে নেইকো জাতি নেই ভেদভাব,
মানুষ মানুষে মিত্রতা মানুষের সৎ স্বভাব।
আমার এই দেশটি কোথায় পাবো আমি,
যে সকল দেশের সেরা আমার জন্মভূমি।