তরুণকবি নীল,
তার ২৫০০টি কবিতা !
আমি ক'টিই বা পড়েছি ?
কবিতাকে সে ভালোবাসে
আর ভালোবাসে শিক্ষকতা করতে ।
ক'দিন হলো আসরে আসেনি
তাই তার কতো যন্ত্রণা।
সুযোগ বুঝে আসবে
কবিতা সে লিখতে।
বাড়িতে তার মা বাবা আছে
বোন আছে একটি।
বড়ো অভাবের সংসার,
যদি সে কাজ পেত একটা
বেতন দশ-বারো হাজার।