মন আমার কাঁচের গ্লাস
খুব সাবধানে রাখি,
টক্কর লাগলেই যাবে ভেঙে
আমি কি পাগল নাকি?
মন আমার তাজা ফুল
হাতে দিয়ে নষ্ট করতে পারি না,
সাজিয়ে গুছিয়ে রাখি
অকালে যেনো ঝরে যায় না।
মন আমার বাঁশের বাঁশী
ভেঙে গেলে আমারই হবে ক্ষতি,
গান গাওয়া আর হবে না
ধূলায় মিশে যাবে খ্যাতি।