ভালোবেসেছি তোমায়
ধরে রেখেছি অনুরাগে,
ও প্রিয়া ও প্রিয়া বল না
কোথাও যাবে না রাগে।
তুমি চলে গেলে একা
আমি থাকব এখানেই,
যেই পথে যাবে তুমি
চেয়ে থাকব সেখানেই।
ভালোবেসেছি তোমায়
ভুলে যাই কি করে ?
ভুল বুঝবে না আমাকে
তুমি আছ হৃদয় জুড়ে।