বোকা তুই চুপ করে থাক!
পন্ডিতদের সাথে বেশি কথা কলতে নেই।
তুই কি জানু?
কি বলল শুনবি,
মাথা খালি নাড়বি!
আজকের দিনে বোকা কেউ নেই।
তুই বোকা!
তুই কি ইস্কুল গেছু?
তুই কি বই পড়েছু?
তবে,
কেনো কথা বলবি?
তোর কথা শুনে হাসবে!
হাসতে হাসতে কেউ মরলে,
তার দায় তুই!
বোকা তুই চুপ করে থাক!