পাখিদের গান আছে কত শুনানো
মন তাতে ভোরেছে জীবনে
সুখছিল পাঁপড়ি মেলা ফুল
সেই সময় আর নেই যৌবনে ।
        
        ঝাঁক বেঁধে আসে ওরা
মধু খেতে মৌমাছি
             সেই সুর ও চেনা
তাতে ও চেঁচামিচি।

               ফুল হয়ে ফোটে
    পাতা হয়ে ঝরে যায় দেখি
বসন্ত আজ আসে
          কাল সে কালবৈশাখী।