তুমি আছো তাই পারি ভারতকে মহান করতে,
তোমার ইচ্ছাতে আমি চাই নতুন কিছু গড়তে,
তুমি না থাকলে পাশে আমি কি ভাবতাম?
কি ভাবে চললে পথে নিজেকে বদলাতে পারতাম।
আগে তো ভাবিনি তুমি তো ছিলে না তখন,
আজকে আমার ইচ্ছা সব কিছু হোক তোমার মতন।
তুমি যেমন সুন্দর ঠিক তেমনটি হোক ভালো,
লোকে যে যাই বলুক তাতে আর কি এসে গেল।
তুমি আছ কাছে তাই ভয় কি আমার কাজে,
তোমার আশার বাণী সারাক্ষণ কানে কানে বাজে।
তোমার ইচ্ছাতে সব করব হোক না যেমন কাজ,
কে আমাকে কুমন্ত্রণা দেবে সাধ্যি আছে আজ।