ঝিরি ঝিরি বর্ষা,
দিন দিন সহসা।
টিপ টাপ ঝরে,
রূপ রূপ ধরে।
যৌবন জল জল,
মাটিতে ঢল ঢল।
কল কল করে,
ঝরে ঝিরে পড়ে।
শ্রাবণ রিনি ঝিনি,
বাজে কিনি কিনি।
ঝিরি ঝিরি ধারা,
মুক্ত মুক্ত পারা।
ঝিম ঝিম প্রথম,
মিষ্টি মিষ্টি রকম।
নব নব বর্ষণে,।
নব নব যৌবনে
এসো এসো বর্ষা,
খরা খরা দশা।
প্রেমে প্রেমে ভাসো,
ঝিরি ঝিরি হাসো।