কি করে আমি বলবো তুই আমার,
হয়ে গেছু তুই অন্যের একাকার।
সেদিনের সেই স্মৃতি গুলো
মাথার মধ্যে এলো মেলো
ছারখার করে দেয় বার বার।
কি করে আমি বলব তুই আমার,
হয়ে গেছু তুই অন্যের একাকার।
যখনি আয়নাতে মুখ দেখি
দেখি তোর ভাসে ছবি
আমারি মনের ঘরে
রাখা তোকে যত্ন করে
এখন তুই নেই আর
কি করে আমি বলবো তুই আমার,
হয়ে গেছু তুই অন্যের একাকার।
হাতে নিয়ে রং তুলি
কি করে তোকে ভুলি
আঁকছি জল ছবি
তোকে নিয়ে আবদার
কি করে আমি বলবো তুই আমার,
হয়ে গেছু তুই অন্যের একাকার।