সামনে আছি তবু দূরে
বলোনি কথা মুখ নিয়েছ ফিরে।
ব্যাথা দিয়েছ বড়ো বুকে
কাঁদছি প্রেমের সুখে,
বুঝো না কেনো প্রেমের ব্যাথা,
বলো না দুটো মনের কথা।
শুধু দেখলেই কি প্রেম হয,়
মেলা মেশা কেনো এতো ভয়?
বিরহ করে মুখটা গেলে ভুলে
আর কি দেখবে না চোখ খুলে!
সামনে গিয়ে বলবো আমি
ভুল হয়েছে আমার,
এবার তুমি মুখটি তোলো
কে এসেছে দেখো তোমার।
অনেক দূরে গিয়ে আমি
ভুলিনি তোমায় কখনো,
জানি আমার ভুল হয়েছে
ক্ষমা পাবো না এখনো?