ছাত্র ছাত্র সকল ছাত্র আমাকে কর দান,
আমার শূন্য পাত্র কর্মে পূর্ণ কর আহ্বান।
আমি আছি সকল ছাত্রের পাশে হবে জয়,
আজকের ছাত্র আমরা পিছিয়ে থাকতে নয়।
শুধু কলমের জোরেই হয় না দেশের উন্নতি,
দেশের উন্নতি চাইলে আনতে হবে যন্ত্রশক্তি।
আমরা ছাত্র অনেক কিছইু পারি লেখা পড়া ছেড়ে,
আমরা দেখতে চাই কেনো হাঁড়ি চলেনা বেকারের ঘরে।
আমরা ছাত্র তোমরা ছাত্র আমরা ছাত্র বন্ধু হতে
চাই,
চলো স্কুল কলেজে সেই পড়া পড়ি দেশের
উন্নতি আনতে তাই .
আমরা ছাত্র আমরা ভবিষ্যৎ আমরা গড়বো
আমাদের দেশ,
আমাদের ইচ্ছা আমাদের স্বপ্ন কর্মের যেন না
থাকে শেষ।