সুন্দর-তুমি কত সুন্দর মন থেকে ভালোবাসলে ,
তোমার থেকে সুন্দর আর কেউ নেই অপলকে তাকালে ।
চোখের সামনে থাকলে তুমি প্রিয়া ভালো লাগে যেমন ,
চোখ থেকে আড়াল হলেই স্বপ্ন ভাসে কেমন কেমন ।
তোমাকে দেখার জন্য কত সময় হলো নষ্ট আমার ,
কত হিসাব করে চলতে পথে পেয়েছি দেখা তোমার ।