আয় না দু'জনে দুটো কথা বলি ,
তোকে নিয়ে সাথে একটু হেঁটে চলি।
রাস্তার ধুলো লাগুক একটু পায়,
ওরাও তোকে ভালোবাসতে চায়।
তোর আলতা রাঙা পায় বাজুক নূপুর,
চলার ছন্দে একটু বেজে উঠেক সুর।


আয় না দু'জনে পাখি হয়ে
যাই উড়ে অনেক দূরে
চিনবে নাকো কেউ যেখানে,
আমি আর তুই আকাশ পানে।
আকাশের নীল যেখানে ভাসে
মেলে দেবো ডানা ,
আমাদের কেউ করবে না মানা।