আকাশ ডাকে পাখি হতে
মন ছুটে হাওয়ায় হাওয়ায়।
আমি তো নেই আমাতে
এতো সুখ যখন পাওয়ায়।।
ঝর্ণা ডাকে আজ আমায়
উদার হয়ে সব বয়ে যেতে।
আমি তো চলেছি নিজেই
আমাকেই ক্ষয়াতে ক্ষয়াতে।।
সাগর ডাকে পবিত্র হতে
সকাল হলেই যাই স্নানে।
মুক্তি পাওয়ার মন্ত্র পড়ি
পাপ যুক্ত যখন জীবনে।।