হাওয়ায় ওড়া চিঠি আজ হাতে ,
লিখে রাখা নাম দু'জনের এক সাথে ।
মনে মনে আমি যা ভেবেছি সব তা ,
তার প্রথম সেই "তোমার জন্য" কবিতা ,
সেই দিনের পর থেকে আমি নেই আমাতে ,
মুখে কিছু বলি না শুধু লিখি কবিতার পাতাতে ।
কি পেলাম আমি আজ হাওয়াতে ।
এক ঝাঁক পাখি এসে বলে গেল আমাকে ,
অচেনা ভাষা সব এক খানা পাট করা কাগজে কিলবিল লেখাতে ,
ইংরেজি বাংলা কিছু আমি বুঝিনা লেখা আমি"ভালোবাসি"তোমাতে ।
সেই চিঠি বার বার লুকিয়ে-লুকিয়ে পড়েছি ,
কত ভাঁজে ছেঁড়া তবু বুকে ধরে স্বযত্নে রেখেছি ।
মন চুরি করা ভালোবাসা লুকো চুরি করে খেলা ,
দু'জন দু'জনকে নিয়ে ভাবা তবো হয়নি কিছু বলা ।
লজ্জার মুখো-মুখি কতো রকম ভয় পেয়েছি ,
প্রেম ভীবিষিকার শাষনে শুধু কেঁদে কেঁদে মরেছি ।

                %%%%%%%