সুপ্রভাতে শুভ হোক আজ ।
রঙ সাজল মেঘ বাদলে ঘর ঘর কাজ ।।
কেউ ব্যাস্ত কাজে দৌড়ায় ।
ঘন কুয়াসায় রাস্তা ঢেকে যায় ।।
পৌষ মেলা বসেছে খোলা মাঠে ।
আকাশে ওড়ে ঘরি ছেলে ছেলে ছুটে ।।
যারা যাবে হাটে মাঠ থেকে এলো ।
কাঁচা সবজি ভরে ঝুড়ি হাটে গেল ।।
উত্তর হতে হাওয়া ছুটে আসে ।
কন কনে ঠান্ডা শিশির ভেজা ঘাসে ।।
সেই খুলেছে চায়ের দোকান ।
গরম চায়ে চুমুক আর রেডিওতে গান ।।
খবরের কগজে বিদেশি চমক ।
এক আর দুয়ে কথা বকবক ।।
ইংরেজী নতুন বছর হ্যাপি নিউ ইয়ার ।
নতুন বন্ধুরা মাই ডেয়ার ।।