ভালোবাসি কবিতাকে তাই ,
শতরূপে ভালোবাসা পাই .
বাংলা কবিতার আসরে,
ছুটে আসি বারে বারে।
আমার যেনো এই মনে হলো,
এতো ভালোবাসা শুয়ে ছিল .
কনো এক স্বপ্নের দেশে,
চলে এলাম ভেসে ভেসে ।
এতো যেনো সাধনার স্বর্গ চুঁড়া,
এখানে ভালোবাসাই আছে ছড়া.
ভালোবেসে লিখি যে কথা ,
সে তো হয়ে যায় কবিতা ।
শুভ নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা ,
আমার এই আসরের সকল কবিকে
জানাই এক একটি দিন হয়ে উঠু সুন্দর ও আচ্ছা !