আজ খুঁজলে কোথায় পাব আবার ফিরে ,
দেড়শ'টি বছর পার হয়েছে মৃত্যু হবার পরে ।
দেশের কাছে পেয়েছি তোমার লেখা বাণী ,
কত লিখেছ সেই কবিতা গান আজ শুনি ।
ভালো লেগেছে ভালোবাসছি কবিতা গান ,
সোনার বাংলা আজ তোমার বাঁচায় প্রাণ ।
মৃত্যু জয় করে বাংলাকে যখন করলে খনি,
দেখার ইচ্ছা শুধু তুমিই বাংলার মুক্তা মণি ।