যে পথের শেষ নেই সে পথে চলেছি ,
ক্লান্তি আসলে থেমে যাই প্রভু ক্ষমা কর ।
ভুল আমি ভুল করে যদি করে থাকি ,
শোনো প্রার্থনা আমাকে দোষ মুক্ত কর । ।
চলেছি একা অজানা পথে নেই ঠিকানা ,
চলতে চলতে যাকে পেয়েছি আপন ভেবেছি ।
জানি না তবো কে রয়ে গেছে আলাদা ,
কেউ যেনো কষ্ট না পায় সে চেষ্টাই করেছি ।।