সারা জীবনের স্বপ্ন এক দিনে গেল টুটে ,
দু'টুকরো স্বপ্ন নিয়ে যাচ্ছি বিষাদে ছুটে ।
ভাবছি এখন যদি তেমন কিছু যায় জুটে ,
জুড়ব তেমন আর কখনো না স্বপ্ন টুটে ।।
স্বপ্ন গেল টুটে যে স্বপ্ন ছিল আমার চোখে ,
ভাঁঙল কপাল ছিন্ন জীবন রাখি তাই লিখে ।
কাগজে লেখা স্বপ্নের মলাট দিকে দিকে ,
চাই না সেই স্বপ্ন যন্ত্রনা বিঁধুক আমার বুকে ।।