তুই ছাড়া মোর কে আছে বল সাথী ?
এক সাথে ইস্কুলে চল মিষ্টি করে দু'টো কথা বল ,
পাঠের পড়া শেষ করি চল ভাগ করে কি খাবি বল ?
চল ঘরের ওঠনে খেলব দু'জনে হাতি হাতি ,
তুই ছাড়া মোর কে আছে বল সাথী ?
খেলার সময় হামা গুড়ি ভাঙ্গলে তোর কাঁচের চুড়ি,
গল্প শুনাব পান্ত বুড়ি খেতে দুবো ঝাল মুড়ি ,
কাঁদলে তুই আমি কি করে ঘুমাব সারা রাতি,
তুই ছাড়া মোর কে আছে বল সাথী ?
তুই থাকলে পাঠশালে যাই শিবের গাজন গাই,
তুই পড়েলে গোল করে যাই হাত তালি বাজাই।
তাতে তুই রাগ করলে মজায় মাতি ,
তুই ছাড়া মোর কে আছে বল সাথী ?