আজ সমাপ্তি,
কত আশা, আকাঙ্কখা, ভালোবাসা ।
ভালোবাসা রোয়ে গেলো ভালোবাসার মানুষটি আজনেই ,
শত মানুষের ভিড়ে সেই একটি-ই ভালাবাসার মানুষ ছিল ।
সেই মানুষটি নেই কাছে তবু ভালোবাসা দ্বিগুন হয়ে যাচ্ছে ।
শত স্মৃতি শত কথা কানের কাছে কেনো বার বার .........
শুধু তাকেই মনে পড়ছে !
ভুলতে পারছিনা শত চেষ্টা করলে ও সেই যেন বলছে কিছু ;
নতুন করে নতুন রূপে চোখে এসে পড়ছে নিত্য চলা ।
তুমি কি সেই, চলে গেছ আমাকে ছেড়ে ......?
কোথায় চলে গেছ ?
আমার কেনো মনে হয় না,
আমি একা তোমাকে ছাড়া!