খোকা গেলো মাছ ধরতে খিরো নদীর কূলে ,
কূলে নায়তে ছিল সুন্দরী সেম্পু মেখে চুলে ।
চুলের গোছা বেজায় কালো মেঘলা আকাশ পারা ,
পারার মত জ্বলা দেখে খোকা ছিপ করে খাড়া ।
খাড়া হল খোকা নিজে চারা ফেলবে তখন কি,
কী দেখে ঘাবড়ে গেল মাছ ভেসে পালাল ছি !
ছি ছি একি কান্ড একি লজ্জা পেল সুন্দরী ,
সুন্দরী তখন ভাবতে থাকে কী করি কী করি!
কী করি ভেবে না পায় সুন্দরী অঙ্গে জোড়ায় বস্ত্র ,
বস্ত্র দিয়ে লজ্জা ঢাকা ছাড়া ছিলনা কনো অস্ত্র ।
অস্ত্র বলতে ছিল খোকার কাছে একটি বড়ো ছিপ ,
ছিপ দিয়ে করবে কি খোকার বুক করে ঢিপ ঢিপ ।
ঢিপ ঢিপ করছে যেমন ভাবছে মাছের চেয়ে বড়ো ,
বড়ো রূপসী ধরবেই খোকা সুন্দরী বলে ছাড় ছাড় !
ছাড় ছাড় বললে কী হবে মাছ যে আমার পালাল ,
পালাল মাছ চারা খেয়ে তার কি হবে রূপসী বলো !