দেখি যত বার বার
সোনা রোদের হাসি ,
খিলখিল ঝিলমিল
দোলা দেয় রাশি রাশি ।
পুবে ঐ রবি রোজ
উঠে ঐ গগন ঘেসে ,
পাখি ডাকে চিচিমিচি
শুভ প্রভাত হাসে ।
ঐ ফুল শিউলি
চামেলির সাথে কত ভাব,
সুবাসে মাতে সকাল
মিষ্টি মতো স্বভাব ।
কোকিলের কাকলি
ময়না বুলবুলির ঝাঁক ,
মিলে মিশে থাকে ওরা
কা কা করে কাক !