লাল ঠোঁট টিয়া পাখি
কথা তুমি শিখেছ ভালো ,
বলো দেখি আমার প্রিয়া
কেনো সে মান করেছিল ?
চাই চাই বায়না করে কেবল
লাল ফেতা চাই রাঙা চিরুনি ,
চুল বাঁধবে আয়না কোথা?
জুই ফুলের তেল চাই এখুনি ।