এক দিন তো মনে পড়বেই যদি ভালোবেসে থাকি ,
যতই মুখে বলি ভুলে গেছি কখনই হতে পারে নাকি ?

ভালোবেসে কেউ একেবারে ভুলে যেতে পারেনা ,
হাত ধরে ছেড়ে দিলেও হাত ধরার অপেক্ষা ছাড়েনা।

জানি ভালোবেসে ছিলে তুমি আমাকে আপন ভেবে,
সেই ভালোবাসা এক ঝলক ভাবি আবার পাব কবে ?


ভালোবাসার সেই হাত দু'টি যেনো মনে হয় আবার ,
একে অপরকে হাতছানি দিয়ে ডাকে এপার ওপার ।

জানি দু'জনের দু'টি পথ মিলবে একদিন এক হয়ে ,
সে দিন পথের বাঁকেই হবে দেখা হাত মেলাব দু'য়ে।