"অনেক কবিরা টেনে গেছে ভাই ছন্দে অনেক রেখা,
সোজা নয় তাই সুন্দর কোনো নতুন কবিতা লেখা।"
-স্বপন কুমার মজুমদার
"কবিতা লেখা যায় উদার মনে যাতে নেই স্বার্থ ,
কবিতা সবাই লেখে কবি হয়া যায় না যথার্থ ।
আপনি কবি কবিতার মানের ওপর বিচার ধরে,
কবিতাকে ক'জন বোঝে কবিতাকে পাঠ করে ?
কবিতা হলো যে মনের আবেগ এক এক রকম ,
অনেকেই বলে থাকে কবিতাকে বক-বক বকম।"
-সুখেন্দু মাইতি