কবি ভালোবাসে তার কল্পনাকে
প্রেমের টানে ছন্দে আনে ভাষা ,
এই তো কবির ভালোবাসা ......।
কবি ভালোবাসে তার চেতনাকে
শব্দে শব্দে জোড়া দেয় খাশা,
এই তো কবির ভালোবাসা ......।
কবি ভালোবাসে তার প্রেমকে
কাগজে কলমে লেখাই নেশা,
এই তো কবির ভালোবাসা ......।
কবি ভালোবাসে তার স্বপ্নকে
কল্পনাতে আল্পনা দেয় আশা,
এই তো কবির ভালোবাসা ......।