তুমি কি জানো ...............
আকাশ কেনো রঙ বদলায় ,
পাখি কেনো গায় গান ,
ফুল কেনো হাসে?
এই পৃথিবী তোমায় ভালোবাসে ।
তুমি কি জানো .................
বৃষ্টি কেনো হয়,
ঝর্ণা কেনো ঝরে,
নদী মোহনায় কেনো মিশে?
এই পৃথিবী তোমায় ভালোবাসে ।
তুমি কি জানো .............
গোলাপ কেনো লাল হয়,
সুগন্ধ কেনো ছড়ায় চম্পা,
শিশির কেনো জমে ঘাসে?
এই পৃথিবী তোমায় ভালোবাসে ।
তুমি কি জানো ............
কোকিল কেনো ডাকে,
ময়ুর কেনো পেখম মেলে,
চিল কেনো আকাশে ভাসে?
এই পৃথিবী তোমায় ভালোবাসে ।
তুমি কি জানো .........
সূর্য কেনো ওঠে,
সোন্ধ্যে কেনো হয়,
চাঁদ তারা কেনো আকাশে?
এই পৃথিবী তোমায় ভালোবাসে ।