কেনো,কেনো সে বোঝে না .........?
কতো ভালোবাসি আমি তারে ।
ভালোবাসা আমার নিরালায় কাঁদে
সে কি কখনোই আসবে না আমার দারে !
এই ভালোবাসা তার জন্যে দীপ জ্বালে
মনের গভীর কোণে একলা রাতে ।
সে তো জানে না আমার ভালোবাসা
কেনো জ্বলে বাতি হয়ে শিখার সাথে ।
একদিন তো জানবে ভালোবাসি তাকে
আছি তাই সেদিনের অপেক্ষায় ,
কখনো কাছে কখনো সে দূরে
আমার ভালোবাসা বেদোনায় ভেসে যায়।