একটা মেয়ের গল্প বলি শোনো ,
তোমরা কি তাকে দেখেছ কখনো ?
লম্বা মাথার চুল মেঘের মতো ,
রোদের বেলা একা ঘুরে বেড়াতো ।
চোখ গুলো তার হলুদ রকম ,
একাই কথা বিলতো বকম বকম ।
ছেলে বুড়ো সবাই বলে ডাইনি ,
তবে কখনো ভয় সে দেখায়নি ।
সে ঘোষ পাড়ার আবুলের মেয়ে ,
একদিন হয়েও ছিল তার বিয়ে ।
বিয়ের দিন সুনন্দ করে সেজেছিল ,
অনেক অনেক বরযাত্রীও এসেছিল ।
ফুল চন্দন সিঁন্দুরে ভরাছিল কপাল ,
বিয়ের রাত ফুরালো বেলা সকাল ।

ঘোষ বাড়ির আপন জনেরা সবাই ,
সুখে অনন্দে কন্যাকে দিল বিদায়।
যাবার বেলায় কান্না-কাটির ছলে ,
শ্বশুর বাড়ির পালকি গেলো চলে ।
শ্বশুর বাড়ি আসতে কন্যা বরণ ,
একে একে সবাই দেখে গুরুজন ।
রাঙা মুখ লাজুক চোখে তাকালো ,
লক্ষ্মী প্রতীমা অনেকেই বলছিল ।
হয় তো সে লক্ষ্মীর মতো ছিলনা ,
স্বামী পেয়েও ঘর করতে হলোনা ।
বাসর রাতে স্বামী হারলো মেয়েটা ,
না হলেই কি ভালো হতোনা বিয়েটা!
স্বামীর মাথা খেলো ঘর পুড়লো ,
ডাইনি বলে ঘর থেকে তাড়িয়ে দিল ।


    ------অসমাপ্ত