তোমার আমার একটা ঘর হবে ,
তাতে ছোট্টো সংসার থাকবে ।
তুমি থাকবে ঘরে আসব কখন
খেটে,দিবে এক গ্লাস জল তখন।

দিনের রোজগার দেবো এনে হাতে,
দুবেলা রান্না করবো তোমার সাথে ।
তুমি অসুস্থ্য হলে থাকবো যে ঘরে ,
আনবো ডাক্তার কাজে যাব পরে।

থাকবো তোমার চিন্তায় সারাক্ষন ,
কাজ ফুরোবে ফিরব ঘর কখন ।
তোমার জন্য ভাগ কবো সুখের সীমা,
ভালোবাসার এনে দেবো উপমা।

================