আজ আমি ঘর ছেড়েছি তোর জন্যে ,
আজ আমি পাগল হয়েছি তোর জন্যে ।
আজ আমি একা আছি কার জন্যে ?
আজ আমি সব কিছু করেছি কার জন্যে ?
এ সব কিছু তোর জন্যে !
তুই না থাকলে আমার এ সব চাই কি জন্যে?
ঘর ছিলনা ঘর করেছি ,
গাড়ি ছিলনা গাড়ি নিয়েছি ।
ঘরে কম্পিউটার আছে টিভি এল.ই.ডি ,
ফ্রিজ আলমারি ইলেক্ট্রনিক্স ডি.ভি.ডি ।
=-_-=*=-_-=