এলো পুজো খুশির পুজো মন মতাবার দিন ,
শরত মেঘে সাদা হলো মাস যে এলো আশ্বিন ।
দূর্গা পুজো কালী পূজো লক্ষ্মী পুজো মাঝে ,
ঢাই কুড়-কুড় নাই কুড়-কুড় ঢোল-কাঁসি বাজে ।।
শিউলি ঝরে শিশির পরে ভরের বেলা হলে ,
নদীর কূলে হাওয়ায় দুলে কাশ ফুলে ফুলে ।
পুজার ছুটি ভারী মজা হাসি খুশির এই দিন ,
আসবে কুটুম ঘরে ঘরে জামা কাপড় নবীন।।