একটা আকাশ এসেছিল চাঁদকে ভালোবাসতে ,
আকাশ একাই ছিল সোন্ধ্যে তারার সাথে রাতে ।
চাঁদের প্রেমে পড়ে আকাশ গেলো হঠাৎ করে থেমে ,
ছিল আকাশ একাই ভালো স্বপ্ন দেখল রাতের ঘুমে।
চাঁদ আকাশকে ডাকল কাছে চুপ ইসারে কখন ,
আকাশ তো ভেবে কূল পেল না ঘুরল পেছন পেছন।
ভুলটা ছিল আকাশেরই চাঁদ যে রূপের অহংকারি ,
আকাশ তা তো জানত না হয়ে গেছে তার ঝকমারি ।

               ঁ*ঁ*ঁ*ঁ*ঁ