কিছু মনে আছে কিছু ভুলেছি ,
ইসকুলে পড়ার স্মৃতি ।
পড়েছি তখন কম ফাঁকি দিয়েছি বেশী,
বুঝেছি এখন লাভ না ক্ষতি ।।

প্রথম প্রথম বলতাম কিছু কথা ,
এসে একটু কাছে ।
মনে হতো কি যে ভালোলাগতো ,
এখনো বাকী আছে ।।

কিছু বলেছি কিছু বাকী রেখেছি ,
কিছু তাই বলব করে ।
যদি পেতাম সময় আগের মতো ,
ইসকুল ছেড়েছি পাঁচ বছর পরে ।।

        _________