তুমি নেই এ জীবন নদীর মতন ,
তুমি ছিলে ফুল ছিল না প্রতিকূল ।
তুমি এলে জীবনে মোহনায় মিশি দুজনে ,
মেঘলা কালো চুল ভাসি একূল ওকূল ।।
ছড়িয়ে ছিলে খুশি মুখে ফুটিয়ে ছেলে হাসি ,



চোর  নে কিয়া চুরি রাখকে গিয়া জাল ,
ফাস গেয়া কোই অর দুনিয়া মে আজ কাল ।