কাজল দুটি চোখে তোমার লিখেছি প্রিয়তমা ,
ভাসা ভাসা স্বপ্নে কতো দেখেছি তুমি অনুপমা ।
ভুল অনেক আছে জানি ওগো তোমার কাছে ,
তবে আরেকবার চাই আমি এই শেষ ক্ষমা ।।
যদি পারো মনে রেখ আমি তো নই কারো ,
মনের খেয়ালে চোখের আড়ালে ভালোবাসি ।
তুমি যতই মনে করো তবু তো নয় ছলোনা ;
একবার বলো আমিও তোমায় ভালোবাসি ।।