নতুন পায়রার আশায় খুঁজতে গেলাম শহরে ,
নতুন নতুন পায়রা দেখলাম শহর খানা ঘুরে ।

পায়রা গুলো সব সাদা রঙের ফুরুত ফুরুত উড়ে ,
ধরতে গেলে দেয়না ধরা তেমন সহজ মত করে ।

চোখের তারায় উড়ে এল জুড়ে বশলো বুকে ,
নোটের কিছু গোছা করে যেই দিলাম ছুড়ে সুখে।

এই নতুন নতুন ভালো লাগল যেই আরো ,
ইছে হল কিনে নেই সব না থাক অন্য কারো ।

পায়রা গুলো যখন ঝুটন বেঁধে নাচতে আসে কাছে ,
আমার জন্যওদের পয়সা দেওয়া ভালোবাসাই শুধু আছে ।
              
                       ((((((*))))))