তোমাকে পাবার আশায়
দূর থেকে নিকটে এসেছি ,
ছেড়েছি বন্ধু, দারু-সারু,
জীবন শূণ্য করে রেখেছি ।
তুমি এলে না যখন
জীবনে সুখ পাখিটা,
কোথায় গেল উড়ে ;
আর লাগেনা মিঠা ।
আমার আকাশ মাঠে,
একটা চিলে ঘুড়ি ,
সুতো কেটে একাই
কেউ কি জানে থুড়ি ।
তোমার কাছে চেয়েছি
পাইনি তা নয় যাকিছু ,
তুমি আসার আগে ছিল
এখন আমি আশার পিছু ।