চলেছি একা পথও অজানা ,
চলতে চলতে দেখা দুজনা ।
আলতো করে দেখেছি তারে ,
যেতে যেতে রাস্তার মোড়ে ।
আজও আমার সে অজানা ।
চলেছি একা পথও অজানা ।।

স্বপ্নে দেখা একটি তারা ,
এলো কাছে নজর ছাড়া ।
ধরতে গিয়ে দেখি তারে ,
ধরে আছে সে ত কারে ।
আর আমার ধরা হল না ।।
চলেছি একা পথও অজানা ।

  =_=_=_=_=_=